মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রীর
শেখ আশরাফুল ইসলাম 15 September, 2025 02:26 PM
গত মঙ্গলবার কাতারের দোহায় হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে চালানো ইহুদিবাদী ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, মুসলিম বিশ্বকে (ইসলামি দেশগুলো) ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, গুরুতর ও কার্যকর অবস্থান নিতে হবে।
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুলআজিজ বিন সালেহ আল-খুলাইফির সঙ্গে ফোনালাপে মাওলানা মুত্তাকী এ আহ্বান জানান।
রোববার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পাজক আফগান নিউজের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দোহায় চালানো এই হামলাকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে কাতার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বেশ কয়েকটি দেশ এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাওলানা মুত্তাকি আশ্বাস দিয়েছেন, এই সংকটময় পরিস্থিতিতে আফগান জনগণ ও সরকার কাতারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
মুত্তাকি বলেন, গাজ্জায় প্রায় দুই বছর ধরে চলমান গণহত্যার পাশাপাশি দোহায় ফিলিস্তিনি আলোচক দলের ওপর হামলা আন্তর্জাতিক আইন, নিয়ম ও মূল্যবোধের প্রকাশ্য লঙ্ঘন।
তিনি জোর দিয়ে বলেন, ইসলামি দেশগুলোকে অবশ্যই ইসরাইলি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর অবস্থান নিতে হবে।
অন্যদিকে, ড. আল-খুলাইফি আফগানিস্তানের ইসলামি আমিরাতের নিন্দা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি ভ্রাতৃত্বের একটি স্পষ্ট নিদর্শন।
তিনি আরও জানান, কাতার হামাস ও ইসরাইলের মধ্যে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। হামলার সময় ফিলিস্তিনি প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিল। তাই এই হামলাকে তিনি শান্তি প্রচেষ্টার সরাসরি আঘাত হিসেবেও উল্লেখ করেন তিনি।
সূত্র : পাজক আফগান নিউজ